বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | জঙ্গিদের সামনে মাথা নত করবে না ভারত, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন অমিত শাহ

Sumit | ২৩ এপ্রিল ২০২৫ ১৫ : ২২Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: জঙ্গি হামলার জেরে রক্তাক্ত হয়েছে কাশ্মীর। এই ঘটনার জেরে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের হামলার জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৬ জন। আহতের সংখ্যা আরও অনেক।


বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেখা করেন শোকগ্রস্ত পরিবারের সঙ্গে। মঙ্গলবার রাতেই জম্মু-কাশ্মীরে গিয়েছিলেন অমিত শাহ। জঙ্গি হামলার এই ঘটনায় কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। তাঁদের পাশে থাকার আশ্বাসও দিলেন তিনি। 


বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই পরিবারগুলির সঙ্গে দেখা করার পরই তারা কান্নায় ভেঙে পড়েন। তাঁদেরকে শান্ত থাকার কথা জানান তিনি। এরপর শ্রীনগরে মৃত পর্যটকদের দেহের সামনে থেকে তিনি শ্রদ্ধা জানান। নিজের এক্স হ্যান্ডেলে শাহ জানান, ‘তিনি এই ঘটনার জেরে বিরাট মানসিক আঘাত পেয়েছেন। নিহতদের পরিবারের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার। ভারত কখনও জঙ্গিদের সামনে মাথা মত করবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে রেয়াত করা হবে না।’


বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে গিয়ে কথা বলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে সেনার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল পর্যটক পিকনিকের মুডে ছিল। সেখানেই হঠাৎ করে হামলা করে জঙ্গিরা। মৃতদের মধ্যে দুজন বিদেশী পর্যটকও রয়েছেন। 


পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার শাখা টিআরএফের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়েছে। গোটা এলাকা ঘিরে নিয়েছে সেনাবাহিনী। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।  


জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুতে উপত্যকায় বুধবার বন্‌ধ পালিত হচ্ছে। গত ৩৫ বছরে যা প্রথম। জঙ্গিহানায় নিরীহ মানুষের প্রাণ চলে যাওয়ায় বন্‌ধের ডাকা হয়েছে। জঙ্গিহানায় মৃত্যুর ঘটনায় এভাবে বন্‌ধ ৩৫ বছরে উপত্যকায় হয়নি। পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় এই বন্‌ধকে সমস্ত সংগঠনগুলি সমর্থন জানিয়েছে।


বন্‌ধের জেরে বুধবার সকাল থেকেই শ্রীনগরে দোকান, পেট্রল পাম্প সহ অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। বন্‌ধের প্রভাব গণ পরিবহনেও পড়েছে। রাস্তায় বাস বেশ কম। তবে ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। 

 


Pahalgam attackAmit ShahFamilies of victims

নানান খবর

নানান খবর

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ

কুলগাঁওয়ে জঙ্গি দলের খোঁজ পেল সেনা, চলছে গুলির লড়াই

ভারতীয় সেনাবাহিনীতে এক লক্ষেরও বেশি সেনা ঘাটতি

জম্মু-কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উচ্চ পর্যায়ের বৈঠক করলেন তিনি

পহেলগাঁওতে জঙ্গি হামলা, চালু করা হল হেল্পলাইন নম্বর

রক্তাক্ত কাশ্মীর! পহেলগাঁওতে ২৬ জনের মৃত্যুর আশঙ্কা, বিস্ফোরক দাবি এক মহিলার

'মোদিকে গিয়ে বলুন', স্বামীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা স্ত্রী পল্লবীর

ভালবেসে বিয়ে করেছিলেন, মেয়েকে শ্বশুরবাড়ি থেকে অপহরণ করল বাপের বাড়ির লোক! তারপর...

মহিলা সহকর্মীকে খুন করে দেহ টুকরো করে দিয়েছিলেন, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পুলিশকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত

নিজের বাড়িতেই বন্দি ছিলেন, স্বামী মারতে চেয়েছিলেন তাঁকেই? প্রাক্তন ডিজিপি খুনে বিস্ফোরক স্ত্রী

চিকেন পক্সকে বাঙালিরা 'মায়ের দয়া' বলে থাকেন? নেপথ্যে কোন ইতিহাস রয়েছে

রাজস্থানে পিয়ন পদের পরীক্ষা: ২৪.৭৬ লক্ষ আবেদনকারীর মধ্যে পিএইচডি-এমবিএ-আইনে স্নাতকের ছড়াছড়ি!

'তুই কে? বাইরে দেখা কর, দেখি কীভাবে বেঁচে ফিরিস'! দোষী সাব্যস্ত হতেই বিচারককে হুমকি আসামির

সোশ্যাল মিডিয়া